
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসআই (নিঃ)/কাজল কুমার দাস, এএসআই (নিঃ)/জাকির হোসেন, এএসআই (নিঃ)/প্রতাপ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ ইং-১১/০৮/২০২৫ খ্রিঃ রাত ০৪:৩৫ ঘটিকার মধ্যে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর-৪৯০/২৪ (সাজা) পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৩৩), পারী জারী-১৭/২২ (সাজা) পরোয়ানাভূক্ত আসামী ২। সুভাষ দাস (৫০) এবং জিআর-৩০০/২২ পরোয়ানাভূক্ত আসামী ৩। মোঃ লিটন মিয়া (৫২)দেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ১১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের পরিচিতি
১। মোঃ আলমগীর হোসেন (৩৩)
পিতা-মৃত শহিদুল ইসলাম
সাং-বড় নিয়ামতপুর,চৌগাছা যশোর।
২। সুভাষ দাস (৫০)
পিতা-শ্যাম পদ দাস
সাং-কংশারীপুর,চৌগাছাযশোর।
৩। মোঃ লিটন মিয়া (৫২)
পিতা-মৃত আব্দুল গফুর
সাং-ইন্দ্রপুর চৌগাছা যশোর।