প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২১, ৭:৩৫ পি.এম
যশোর এম এম কলেজে বিক্ষোভ কর্মসূচী পালন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরকারি এম এম কলেজে সাধারণ শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচী করেছে।
সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচীতে একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। উক্ত ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো সারাদেশের ছাত্র ছাত্রীরা নিরপত্তাহীনতায় দিন পার করে।
বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত সকলকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়া সারাদেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.