যশোর অভয়নগরের চরমপন্থী নেতা শিমুল ভূইয়ার জামিন না মঞ্জুর
যশোর অভয়নগরের চরমপন্থী নেথা শিমুল ভূইয়ার জামিন না মঞ্জু
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
অভয়নগরের দামুখালীর মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি চরমপন্থি নেতা শিমুল ভূইয়াকে রোববার জামিন না মঞ্জুর করে ফের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যশোর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে শিমুল ভূইয়াকে কারাগারে পাঠানো হয়।
গতকাল ২৯ ডিসেম্বর রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন।
ঝিনাইদহের এমপি আনার ভারতে নিহত হওয়ার পর চরমপন্থি নেতা শিমুল ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকার কারাগারে আটক ছিলেন।
২০২৩ সালের ১১ জানুয়ারি সকালে সুব্রত মন্ডলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই অমৃত মণ্ডল ১৩ জানুয়ারি অভয়নগর থানায় হত্যা মামলা করেন। ১৫ জনকে অভিযুক্ত করে চলতি বছরের ১৯ মার্চ আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফি আহম্মেদ রিয়েল।
মামলার তদন্তকালে ঝিনাইদহের এমপি আনার হত্যা মামলায় চরমপন্থী নেতা শিমুল ভূইয়াকে আটক করা হয়। এদিকে সুব্রত মন্ডল হত্যা মামলায় পলাতক থাকায় তার আইনজীবী আদালতে শোন এ্যারেস্টের আবেদন করেন। আদালতে বিচারক এ আবেদন মঞ্জুর করে তাকে যশোর আদালতে হাজির করার আদেশ দেন কারা কর্তৃপক্ষকে। আদালতের আদেশে শনিবার চরমপন্থি নেতা শিমুল ভূইয়াকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।