মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর নড়াইল সড়কের যশোর সদরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে ৩৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক ব্যক্তির নাম নাহিদ হোসেন (২০)। তিনি সাতক্ষীরার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, নাহিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে বাগআঁচড়া যাওয়ার পথে ইয়াবাগুলো বহন করছিলেন।
বিজিবি আরও জানায়,উদ্ধার করা ইয়াবার আর্থিক মূল্য১১লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এছাড়া ২টি মোবাইল ফোন (মূল্য ১৬ হাজার ৫০০ টাকা)ও নগদ ১ হাজার ৯৫০ টাকা উদ্ধারসহ মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ১১লাখ ৫৩ হাজার ৫০ টাকা।
আটক নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে সাফল্য পাওয়া যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.