শনিবার রাতে, র্যাব এই অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হাজু কাজী রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদ কাজীর ছেলে।
র্যাব -৬ এর সিপিসি -২ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার এইচ এম শফিকুর রহমান জানান, সোর্স এর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শার রামচন্দ্রপুর স্কুল মাঠে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক হাজু কাজীকে উদ্ধারকৃত গাঁজাসহ শার্শা থানায় সোপর্দ করে মামলা করেছে র্যাব।
উল্লেখ্য, সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যশোরে রাব-৬ সহ অন্যান্য প্রশাসন বিভিন্ন সময়ে এমন অভিযান চালিয়ে আসছে।
সূত্র, DBC বাংলা