যশোরে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত
মাদক ব্যবসায়ী রুহুল আমিন (২৭) ও সিরাজুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয় জেলার চৌগাছা থানার
গয়রা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রুহুল আমিন ও হিজলা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আজ শনিবার (১১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় জেলার চৌগাছা থানাধীন আন্দুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে
১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।