অপরাজেয় বাংলা ডেস্ক :
যশোরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন বাবু নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। ১ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার ডাঙ্গাপাড়ার বাবর আলী মোল্যার ছেলে।
নিহত যুবকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভগ্নিপতি ইলিয়াস হোসেন জানান, নাসির উদ্দিন উপশহর ডাচ বাংলা ব্যাংকের রকেট শাখায় চাকরি করতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি বাইসাইকেল যোগে রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নাসির উদ্দিনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম স্বাধীন আলোকে বলেন, ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.