যশোরে শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রাম সংলগ্ন বেতনা নদীর পাড়ের ঝোপ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় এক কৃষক ঝোপের ভেতর লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে বিষয়টি গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.