বিশেষ প্রতিনিধি
যশোরে লাইট হাউজ কনসোর্টিয়ামের প্রজেক্ট লঞ্চিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮জুন) সকাল ১১ টায় যশোরের বাঁচতে শেখা ট্রেনিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। ইমরান চৌধুরীর সঞ্চালনায় ও অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্রের সভাপতিত্বে প্রজেক্ট লঞ্চিং মিটিং এর প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. রফিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর যশোর সদর মো. মফিজুর রহমান, ডঃ মোঃ ইউসুফ আলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যশোর সদর, সমাজসেবা অফিসার (রেজি:) জেলা সমাজসেবা অফিস যশোর সদর মো.আব্দুল কাদের। এসময় আরও বক্তব্য রাখেন, অভয়নগর প্রেসক্লাব সভাপতি ও রাতদিন নিউজ এর বিশেষ প্রতিনিধি সৈয়দ রিপন, দৈনিক কল্যাণ এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক তবিনবর রহমান, দৈনিক যায়যায়দিন স্টার রিপোর্টার মিলন রহমান, দৈনিক বাংলার ভোর স্বজল, একাউন্ট কো অর্ডিনেটর বাঁচতে শেখা সনজিৎ কুমার, প্রশিক্ষক মহিলা বিষয়ক অফিস মনিরামপুর রহিমা খাতুন, ইউনিট ম্যানেজার জয়তী সোসাইটি বর্ণালী সরকার। অনুষ্ঠানের শুরুতেই লাইট হাউজ কনসোটিয়াম ও প্রকল্প বিষয়ে ধারণা প্রদান করেন এডভোকেট সি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর নাগরিকতা প্রোগ্রাম সিদ্দিকুর আলম মামুন ও অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার কার্যক্রম সম্পর্কে বর্ণনাদেন সংস্থার পরিচালক শানজিদা খাতুন। লিড এনজিও হিসাবে লাইট হাউজ কনসরটিয়াম ও সহযোগি হিসেবে অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা যৌথ ভাবে যশোর সদর ও মনিরামপুর উপজেলায় গ্রামীণ ও শহরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী, হিজড়া, আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবেন বলে জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.