 
    
বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ‘আই.এন.বি ডিজিটাল’ নামের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যানার তৈরির সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন প্রতিষ্ঠানের মালিক নাহিদ বিল্লাহ ও আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু প্রশাস মল্লিক। মামলায় আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক পৌর কাউন্সিলর হাজী সুমন, হিটার নয়ন,সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফকে।
পুলিশ জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগ বিক্ষোভ করবে—এমন ব্যানার তৈরি হচ্ছিল উক্ত প্রতিষ্ঠানে। অভিযান চালিয়ে কয়েকটি ব্যানার জব্দ করা হয়, যেখানে লেখা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর’অবৈধ আইসিটি আইন বন্ধ কর’।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন,ব্যানার তৈরির মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল।” আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে, এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.