
নিজস্ব প্রতিনিধি
যশোর শহরের খালধার রোডে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে কোরবান আলী (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, কোরবানের দুই পায়ে মারাত্মক আঘাত রয়েছে, বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। কোরবান দাবি করেছেন, তিনি ভাংড়ি ব্যবসায়ী এবং দোকানপাট নিয়ে প্রতিবেশী তুহিনের সঙ্গে তার বিরোধ থেকে পরিকল্পিতভাবে রিয়াদের ডাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে। অস্ত্রগুলি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি আরও বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যাতে তিনি জামিনে আছেন।

