যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসমাইল হোসেন ও আল আমিন নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা বন্ধু।
বুধবার (১০ আগস্ট) বিকাল ৪ টার দিকে ঢাকা রোড রোজা ফার্নিচারের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ইসমাইল হোসেন যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার ইব্রাহিম হোসেন ঝড়োর ছেলে ও আল আমিন শহরের সিটি কলেজপাড়া বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
নিহতদের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
প্রতাক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকাল চারটার দিকে নিউমার্কেট থেকে মোটরসাইকেলযোগে ইসমাইল ও আল আমিন আসছিলেন। ঢাকা রোড ব্রিজের পাশে রোজা ফার্নিচারের সামনে পৌঁছালে একটি ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের আনলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শুভাশিস রায় স্বাধীন আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ইসমাইল হোসেন ও আল আমিনের মৃত্যু হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.