স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ ৩ শত পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী ইমরান হোসেন সানি (২৮),শাহরিয়ার হাসান (৩১) ও মোঃ রাকিব হোসেন (২৩) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমরান হোসেন সানি ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুল রহমানের, শাহরিয়ার হাসান যশোর কোতোয়ালি মডেল থানার পালবাড়ির আব্দুল সাত্তারের ও রাকিব হোসেন একই থানার রেলগেট এলাকার মোহাম্মদ বাবলুের ছেলে।
আজ রবিবার (১৬ এপ্রিল) বিকাল সোয়া তিনটায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করে।
ঘটনার বিবরণ অনুযায়ী,এসআই মোঃ আবুল হাসান এর নেত্বত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বিকাল সোয়া তিনটায় বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারসহ আসামিদের আটক করে এবং তাদের তল্লাশি করে ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ আবুল হাসান বলেন,
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আর তাই আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.