যশোরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

যশোরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদ
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামিলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ছাত্রলীগ, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানান।