যশোরে ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই

ডেক্স রিপোট:
যশোর শহরের মুজিব সড়কে দুই নম্বর আইনজীবী ভবনের সামনে গতকাল দুপুর পৌনে একটার দিকে চিহ্নিত সন্ত্রাসীরা কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ী শহরতলীর আরবপুর মাঠপাড়ার এনামুল কবিরকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুই লাখ ষাট হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আহত ব্যবসায়ী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতয়ালি মডেল থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, কালেক্টরেট মসজিদ মার্কেটের ইসমানুর ফ্যাশানের মালিক গতকাল দুপুরে আরএন রোডস্থ সাউথইস্ট ব্যাংকে দোকানের টাকা জমা দেয়ার জন্য রওনা দেন। যাওয়ার পথে আইনজীবী সমিতির সামনে পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসী বিল্লাল ও তার ২/৩ জন সহযোগী তাকে মারপিট করে ও ছুরিকাঘাত করে। এসময় তার কাছে থাকা দুই লাখ ষাট হাজার টাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলে বলেছেন অভিযোগ তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।