Type to search

যশোরে বিক্ষোভ সমাবেশ

যশোর

যশোরে বিক্ষোভ সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিসহ সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবদলের সভাপতি এস কে তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন দলটি কিন্তু বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখে সমাবেশ করেই কর্মসূচি সমাপ্ত করে।
এ সময় উপস্থিত নেতা কর্মীরা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।

তবে দলটির একাধিক সূত্রের দাবি-পুলিশী বাঁধায় যুবদল বিক্ষোভ মিছিল করা যায়নি।