
বিশেষ প্রতিনিধি
যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজ সিংগা গ্রামের আলোচিত ও কুখ্যাত প্রতারক রবিউল ইসলাম (৪৫)কে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার এড়াতে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে যশোর শহরের বারান্দি মাঠপাড়া এলাকার আ.রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আ.রহমান রবিউলের মেয়ের জামাতা বলে পুলিশ জানিয়েছে।
আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুয়াদা সিরাজ সিংগা গ্রামের নুর আলী মোড়লের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী,তিনি দীর্ঘদিন ধরে আদম ব্যবসার আড়ালে প্রতারণা করে আসছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,২০২২ সালের ১ জুন মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে যশোর সদর উপজেলার কচুয়া ঘোপ গ্রামের মোশারফ হোসেন ও তার শ্যালক হাফিজুর রহমান রাসেলের কাছ থেকে ১৩ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন রবিউল ইসলাম। ছয় মাসের মধ্যে হাফিজুর রহমান রাসেলের চাচাতো ভাইদের মালয়েশিয়ায় পাঠিয়ে ভালো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাউকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থ হন রবিউল। পরবর্তীতে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তিনি নানা তালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে প্রতারণার শিকার মোশারফ হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০৯২/২৫)।
এ মামলায় চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আদালত রবিউল ইসলামের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। তবে আদালতের আদেশ অমান্য করে তিনি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, রবিউল ইসলাম ও তার পরিবার আদম ব্যবসার নামে প্রায় অর্ধশত পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। তার আটকের খবরে বুধবার সকালে যশোর কোতোয়ালি থানা চত্বরে ভুক্তভোগীদের ভিড় লক্ষ্য করা যায়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার বলেন, “মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদনায়
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর

