যশোরে প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে অভয়নগরে ব্যাপক প্রস্তুতি

নওয়াপাড়া অফিস
যশোরে আগামী ২৪ নভেম্বর প্রধান মন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান মন্ত্রীর জনসভা উপলক্ষে অভয়নগরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে যশোর – খুলনা মহাসড়কের ওপর একাধিক তোরণ নির্মিত হয়েছে। প্রত্যেক তোরণে শোভা পাচ্ছে স্থানীয় ও জাতীয় নেতার ছবি। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে সভা সমাবেশ চলছে। গত ১৪ নভেম্বর এ উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি, মহান জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, যশোর জেলা আ.লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
উপজেলা আ.লীগ নেতা যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা জানান, প্রধান মন্ত্রীর জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মিলে ২০০টি বাস নেতা কর্মীদের বহনের কাজ করবে। এ উপজেলা থেকে ৫০ হাজার নেতা কর্মী জনসভায় অংশগ্রহণ করবে। জন সভা সফল করার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা চলছে। প্রতিদিন প্রায় ১০টি কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, প্রধান মন্ত্রীর জনসভায় ৫ লাখ লোকের সমাগম ঘটবে। জনসভা স্থলে ২৫০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হচ্ছে, ৫০ ট্রাকে পানি থাকবে এছাড়া প্রত্যেক বাসে খাদ্য ও পানীয় থাকবে।