
বিশেষ প্রতিনিধি
এই প্রথমবারের মতো যশোরে আয়োজন হতে যাচ্ছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। যশোরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়, কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সেই গৌরব ম্লান হয়ে গেছে।
১৭৮১ সালে প্রতিষ্ঠিত যশোর কালেক্টরেটের ইতিহাসে এ প্রথম জেলা প্রশাসকের উদ্যোগে এমন আয়োজন হতে যাচ্ছে। এই উপলক্ষে দেশের নামকরা ডিজাইনারের তৈরি একটি নান্দনিক ট্রফি প্রস্তুত করা হয়েছে, যাতে রয়েছে ২২ ক্যারেটের দুই ভরি স্বর্ণ। মূল ট্রফির সঙ্গে বিজয়ী দলের জন্য থাকবে রেপ্লিকা ট্রফি ও আড়াই লাখ টাকার চেক পুরস্কার।
আয়োজনের দায়িত্বে আছেন যশোরের কৃতি ফুটবলার মাহাতাপ নাসির পলাশ। তিনি জানান, জেলার সব উপজেলা থেকে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করা হবে। লীগ বা নকআউট যে কোনো পদ্ধতিতে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক বলেন,“যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে এই টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মোহাম্মদ সফিকুজ্জামান বলেন,“জেলা প্রশাসকের এই উদ্যোগ যশোরের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হলে যশোরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

