
যশোরে পুলিশ ও ডিবি পরিচয়ের সক্রিয় দুই সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা (শাখা) ডিবি
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার;
যশোরে পুলিশ পরিচয়ে কখনো চেকপোস্ট, কখনো ডিবি পরিচয়ে তদন্তের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, এমনি একটি চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্ৰেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায়,ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি তার শ্বশুর বাড়ির সাথে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ৬ জুন কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিতে যায়।
সে অভিযোগটি পাশে অবস্থিত কম্পিউটারের দোকান থেকে লিখে থানায় জমা দিতে যাওয়ার পথে অজ্ঞাতনামা একব্যক্তি নিজেকে ডিবি পরিচয় দিয়ে অভিযোগটি পত্রটি নিয়ে নেয়।
একপর্যায়ে সে বলে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের (শ্বশুর, শ্বাশুড়ি ও বউ) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া লাগবেনা আমরা ডিবি পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখবো এবং ব্যবস্থা নিব
পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তি আরেক জনকে নিয়ে চুড়ামনকাটি ফিরোজ হোসেনের শ্বশুর বাড়িতে তদন্তে যায় এবং নিজেদের ডিবি পরিচয় দেয়।
একপর্যায়ে তারা বলে আপনার জামাই আপনাদের নামে আমাদের কাছে অভিযোগ দিয়েছে এবং আপনাদের গ্রেফতারে বিশ হাজার টাকাও দিয়েছে।
তবে আমাদের কাছে মনে হচ্ছে ফিরোজ আপনাদের নামে মিথ্যা অভিযোগ করেছে, আপনারা চাইলে ফিরোজের নামে অভিযোগ দিতে পারেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।এই বলে তারা চলে যাওয়ার সময় খরচ বাবদ নগদ এক হাজার টাকাও নিয়ে যায়।
ঘটনার একপর্যায়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা ফিরোজের শ্বশুরকে একাধিকবার ফোন দেয় এবং তার জামাইকে গ্রেফতার ও অন্যান্য প্রলোভন দেখাতে থাকে।
তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ মনে হলে সে বিষয়টি জেলা পুলিশকে অবহিত করলে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ঘটনার রহস্য উদঘাটন সহ প্রতারণার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরকে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ অলক কুমার দে, পিপিএম, এএসআই(নিঃ)/ শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিম ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতার অভিযান পরিচালনা করে গোপন তথ্যের ভিত্তিতে আজ ৯জুন ২০২৫খ্রিঃ রাত দেড় টার দিকে কোতয়ালী মডেল থানাধীন পাঁচ বাড়িয়া নতুন উপশহর এলাকা হতে মোহাম্মদ রবিউল ইসলাম রনি(৩২) কে গ্রেফতার করে।
তাকে জিজ্ঞাসাবাদে জড়িত অপর ব্যক্তির নাম প্রকাশ করে এবং তার দেওয়া তথ্যমতে আসামি শফিকুলকে একই এলাকা হতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
একপর্যায়ে তাদের দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে এবং একই সাথে অপর একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন হয়।
গত ইং ০৫/০৭/২০২৫খ্রিঃ কোতয়ালী থানাধীন আড়পাড়া এলাকায় গ্রেফতারকৃত রনি ও রায়হান নামের অপর ব্যক্তি পুলিশ পরিচয়ে রাস্তায় চেকপোস্ট বসিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশিকালে এলাকাবাসী আটক করে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রনি কৌশলে পালিয়ে যায়। এঘটনায় অপর আসামি রায়হায়কে পুলিশ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চাকু, ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।
এসংক্রান্তে থানায় মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা :মোঃ রবিউল ইসলাম রনি(৩২), পিতা- মোঃ সুজা উদ্দিন, সাং- পাঁচবাড়িয়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর,
মোঃ শফিকুল ইসলাম(৩৪), পিতা- মোঃ আব্দুর রব, সাং- পাঁচবাড়িয়া, থানা-কোতয়ালী, জেলা- যশোর।