যশোরে পিকনিকের বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় অর্থ সহায়তা
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের বাস সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য তহবিল গঠনের পর বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সূধী মানুষের কাছ থেকে নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে।
আজ(১৯ ফেব্রুয়ারি) রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন কর্তৃপক্ষের কাছে।
এসময় উপস্থিত ছিলেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি, বাংলাদেশের ইউনাইটেড বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক কমরেড বিপুল কান্তি বিশ্বাস, সহসভাপতি কমরেড কঙ্কন পাঠক,সাংগঠনিক সম্পাদক কমরেড মিজানুর রহমানসহ অনান্য সদস্য বৃন্দ।এছাড়া বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস ব্যক্তিগত ভাবে নগদ অর্থ সহায়তা করেন।
দান গ্রহন করেন তহবিল সহায়তা কমিটির কোষাধ্যক্ষ বাবু দুলাল বিশ্বাস ও বাবু উজ্জ্বল বৈরাগী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.