বিশেষ প্রতিনিধি
যশোরে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন এবং যশোর সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তিতাস উদ্দিনকে আটক করে। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান,গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, কোতোয়ালি থানা পুলিশ জানায়,গত বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার কাজিপুর থেকে রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত মনসুর আলী মোল্লার ছেলে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, তার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
দুজনকেই তাদের রাজনৈতিক কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সম্পাদনায়
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.