যশোরে দুর্বৃত্তের হাতে যুবক খুন

অপরাজেয় বাংলা ডেক্স :যশোরে ঘোপ বেলতলা বউবাজার এলাকায় দুর্বৃত্তের হাতে এক যুবক খুন হয়েছেন। ওই যুবকের নাম পারভেজ (৩২) তিনি ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে অজ্ঞাত কয়েকজন পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহতের খালা রওশন আরা জানান, রাতে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু তাকে ফোন দিয়ে পারভেজকে ছুরি মেরে হত্যার কথা জানান। এরপর হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
তিনি বলেন, আমি শুনেছি মুখ বাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কোতয়ালি থানার ইনসপেক্টর সুমন ভক্ত বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।