যশোরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় দুই গ্রুপের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়েছেন আরও ৬ জন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেইটে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ঠান্ডু বিশ্বাস (৫০) উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। আটক হওয়া ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি পাতিবিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
আর আহতরা হলেন- সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), অসিম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) ও আব্দুল হামিদ (৪৫)
এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসিম ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিকুর রহমান ও মোমিনুরর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
জানা গেছে, মুল হামলাকারী টিটো ও তার বাবা সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ধ দিন ধরে ঠান্ডু বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জেরে এই হামলা ঘটেছে।
হাসপাতালে আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষে বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে গতকাল রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার সন্ধ্যায় ঠান্ডু বাজারের স্কুল গেইটে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় টিটোর লোকজন এবং ঠান্ডু বিশাসের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। মারামারির সময় ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার ভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রুহল আমিনকে আটক করা হয়েছে।