যশোরে দিন দুপুরে যুবদল নেতা খুন

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদলের নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে। কারা, কী কারণে তাঁকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে আছে।
যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ‘বদিউজ্জামান অন্য রকম রাজনৈতিক কর্মী। রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রভাগে।