বিশেষ প্রতিনিধি
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বুধবার তিনটি ম্যাচের মধ্যে একটিতে জয় লাভ করেছে বসুন্দিয়া ইউনিয়ন। কাশিমপুর বনাম দেয়াড়া ইউনিয় এবং চুড়ামনকাটি বনাম কচুয়া ইউয়িননের মধ্যকার দুটি খেলা ড্র হয়েছে। যশোর সদর উপজেলার নারাঙ্গালী মাধ্যমিক বিদ্যালয়, চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয় এবং বসুনন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নারাঙ্গালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় দেয়াড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধের খলার ১২ মিনিটে কাশিমপুরের প্রান্ত গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। প্রথমার্ধের খেলার বাকি সময় জুড়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। খেলার শেষ মিনিটে দেয়াড়ার মঈন পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাশিমপুরের গোল রক্ষক মিতুল। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু । খেলার অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় চুড়ামনকাটি ইউনিয়ন বনাম কচুয়া ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র। প্রথমার্ধের খেলার ১৪ মিনিটে কচুয়ার পক্ষে বাপ্পি একটি গোল করেন। প্রথমার্ধের পুরো সময় জুড়ে কচুয়া ১-০ গোলে অগ্রগামী থাকে। দ্বিতীয়ার্ধের খেলার ৫৫ মিনিটে কচুয়ার একমাত্র গোলদাতা বাপ্পীর আত্মঘাতী গোলে সমতায় ফেরে চুড়ামনকাটি। খেলার বাকি সময় জুড়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চুড়ামনকাটির তারেক রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ। এ সময় খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
বসুনন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় বসুন্দিয়া বনাম হৈবতপুর ইউনিয়ন। এ খেলায় বসুন্দিয়া ২- ০ গোলে জয় লাভ করে। দলের পক্ষে জয় সূচক গোল দুটি করেন সজীব। খেলার ১৫ এবং ৪৪ মিনিটে তিনি দলের পক্ষে গোল দুটি করেন। এ খেলায় বসুন্দিয়ার জয়ের নায়ক সজীব সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম । এ সময় খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.