প্রেস নোট: ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ও গ্রেফতার উদ্ধার অভিযানঃ
যশোর শহরের বিভিন্ন বাড়ীতে দরজা ভেঙ্গে, গ্রীল কেটে ও বেন্টিলেটর ভেঙ্গে একাধিক চুরি সংঘটন হয়। যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসেনের নির্দেশক্রমে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা ও কোতয়ালী থানা পুলিশ। ইং ০৫/০৫/২০২১ তারিখ শহরের কাজীপাড়াস্থ জনৈক সালাউদ্দিন নয়নের বিল্ডিং বাড়ীর ২য় তলায় বেন্টিলেটর দিয়ে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত হয় আশিকুর রহমান @ বাপ্পি নামের উক্ত ভয়ংকর চোর সিন্ডিকেটের সদস্য। সেই সূত্রে কোতয়ালী মডেল থানার মামলা নং-৮৯(৪)২০২১ এর ঘটনা সংক্রান্তে সিসিটিভি ফোটেজ পর্যালোচনা করে আশিকুর রহমান @ বাপ্পি’র সংশ্লিষ্ট খোঁজ পেয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ডে আনয়ন পূর্বক থানা ও ডিবি পুলিশ যৌথ জিজ্ঞাসাবাদে একাধিক চুরি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে জড়িত আসামীদের নাম ঠিকানা প্রদান করে। তার দেওয়া তথ্য মতে যশোর 'ক' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি, যশোর জনাব সোমেন দাশ, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রুপন কুমার সরকার পিপিএম ও এসআই মফিজুল ইসলাম পিপিএম এর সমন্বয়ে একটি চৌকস টিম ও কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে ২৪/০৫/২০২১ তারিখ বেলা ১২:১৫ হইতে রাত ২০:০০ ঘটিকা পর্যন্ত শহরের নীলগঞ্জ, বেজপাড়া ও ঘোপ বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চোর সিন্ডিকেটের সংঘবদ্ধ চক্রের ০৯ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মতে শহরের বড়বাজার চুড়িপট্টি, সোনাপট্টি দুটি জুয়েলারী দোকানে এবং বেলতলা ও তালতলা ০২ টি জুয়েলারী দোকানে অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানার মামলা নং-৮৯(৪)২০২১ ও ৭৯(৩)২০২১ দুই ঘটনায় মোট ১৬ ভরি ৯ আনা ৪ পয়েন্ট স্বর্নালংকার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা পেশাদার সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। বাপ্পি, মানিক ও পলাতক আসামী হাসান শহরের বিভিন্ন বাড়ীতে তালাবদ্ধ বাসা সনাক্ত করে গভীর রাতে বাসার ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে তালা ভেঙ্গে অথবা বেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা চুরি করিয়া তাহাদের নিকট আত্মীয় ও সহযোগী আসামীদের দ্বারা শহরের তালতলাস্থ খোকন জুয়েলার্স, বেলতলায় রুমা জুয়েলার্সে ও বড়বাজারের মা জুয়েলার্স ও বিশ্বনাথ জুয়েলার্স দোকানে বিক্রি করে জানায়। গত ২৪/০৪/২০২১ তারিখ রাতে কাজীপাড়াস্থ জনৈক এনামুলের বাসায় প্রবেশ করে সাড়ে দশ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫৫ হাজার টাকা চুরি এবং ০৭/০৩/২০২১ তারিখ রাতে পুরাতন কসবা সিডি এসপি এলাকার ভাড়াটিয়া জনৈক সালমা নাছরিন হ্যাপির বাসা হইতে ৭ ভরি স্বর্ণালংকার , ল্যাপটপ, চুরি করার কথা স্বীকার করে। এছাড়াও একাধিক চুরি ঘটনার সাথে সম্পৃক্ততা আছে মর্মে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। আশিকুর রহমান @ বাপ্পি (২০), পিতামৃত- বাবু মোল্লা,
২। মানকি সরদার (২১), পিতা- মজিবর সরদার,
৩। মোঃ মিন্টু মোল্লা (৪২), পিতামৃত- রাজ্জাক মোল্লা,
৪। মোছাঃ মুন্নী বেগম (৩১), স্বামী- মলিন হোসেন,
৫। সালেহা বগেম (৭০), স্বামীমৃত- আঃ রাজ্জাক মোল্লা,
৬। নাজমা বেগম @ মেঘা (৪০), স্বামী- মজিবর সরদার,
৭। মিতা(২৫), স্বামী- হাসান সিকদার,
৮। মোঃ আলমগীর হোসেন (৩৩), পিতা- মোঃ সেকান্দার আলী,
৯। মোঃ আলমগীর হোসেন খোকন (৫২), পিতামৃত- রইছউদ্দনি বিশ্বাস, সাং- ঘোপ বেলতলা জেলরোড, সর্ব থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। মোট স্বর্ণালংকার ১৬ ভরি ৯ আনা ৪ পয়েন্ট।
২। স্বর্ণ গলানোর সরঞ্জাম।
৩। নগদ ১৩,৫০০/= (তের হাজার পাঁচশত) টাকা।
ধন্যবাদান্তে-
অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি), যশোর।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.