Type to search

যশোরে ডিবি পুলিশের অভিযানে মাদক সহ আটক এক

যশোর

যশোরে ডিবি পুলিশের অভিযানে মাদক সহ আটক এক

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা ডিবি পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবা সহ একজন মাদক  ব্যবসায়ীকে গ্রফতার করে। ডিবি’র এক প্রেস বার্তায় জনা গেছে, জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ)/মোঃ শামীম হোসেন সংগীয় এসআই(নিঃ)/ মোঃ মফিজুল ইসলাম, পিপিএম এবং ফোর্স সহ যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে ইং-১৮/০২/২০২১ তারিখ ২১.৫৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন মণিহার সিনেমা হলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, যশোর কোতয়ালী মডেল থানাধীন বকচর কোল্ড ষ্টোর মোড়স্থ রিফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে ফুটপাতের উপর হইতে আসামী ১। মোঃ জাহিদ হাসান(৩০), পিতা-গোলাম মোস্তফা, সাং-বকচর জামশেদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর গ্রেফতার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ০১(এক)টি সাদা রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেটে রক্ষিত অবস্থায় ১০০ (একশত) পিচ মাদক জাতীয়দ্রব্য ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দেয়, যার মোট ওজন ১০ (দশ) গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং-১৮/০২/২০২১ তারিখ রাত্র ২২.২৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দতালিকা মুলে জব্দ করিয়া কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলঅ নং ১১০। তারিখ: ১৮.২.২০২১