যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক এক

স্টাফ রিপোর্টার: যশোরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যব সায়ীকে গ্রেফতার করেছে। ডিবি’র এক প্রেস বার্তায় জানা গেছে,গতকাল সন্ধ্যায় যশোর নিউ মার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান অভিযান চালিয়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন ৭নং সেক্টর প্লট-জি-১০ নতুন উপ-শহরস্থ মোঃ রেজাউল আমিন @ মিল্টন, পিতা-মৃত রুহুল আমিন এর বসতবাড়ীর উঠান হইতে মোঃ রেজাউল আমিন @ মিল্টন (৫০), পিতা-মৃত রুহুল আমিন, সাং-৭নং সেক্টর, জি-১০, নতুন উপ-শহর, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর গ্রেফতার পূর্বক তার শার্টের পকেট হইতে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪৫ হাজার টাকা । এঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা হয়। মামলা নং-১০৯, তাং-১৮/০২/২০২১।