যশোরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর অভয়নগরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি । বৃহস্পতিবার (৩০ জুন ২০২২ ) ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই শফিউল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২০:০০ ঘটিকায় অভয়নগর থানাধীন পঁচা মাগুরা সাকিনস্থ জনৈক হান্নান গাজীর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে প্রেমবাগ টু মনিরামপুরগামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) শরিফুল ইসলাম (৩৭), পিতা- জাহাতাব মোল্লা, সাং- পুরাটাল, (২) ইলিয়াস হোসেন (২৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং- পঁচা মাগুরা, উভয়থানা- অভয়নগর, জেলা-যশোর (তার বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা মাদক মামলা রয়েছে), (৩) সাদ্দাম হোসেন (২৮), পিতা- শহিদুল ইসলাম, সাং- বলিয়ারপুর, থানা- সাভার, জেলা- ঢাকাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।