মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে
যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৬, সিপিসি-৩। এ ঘটনায় ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে র্যাব যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মনিহার সিনেমা হলসংলগ্ন একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি নকল পত্রমূদ্রা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকেল ৪টার কিছুক্ষণ পর র্যাব সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে সাতক্ষীরার পাটকেলঘাটার গণেশপুরে তার বাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আরও জাল নোট রাখা আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সেদিন রাত সাড়ে সাতটার দিকে র্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালান। এসময় কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম এবং তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
মোট চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার হওয়ার পর ইব্রাহিম গাজিকে জব্দ করা আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
হ
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.