
বিশেষ প্রতিনিধি
যশোরে চারদিনব্যাপী জাতীয় বাস্কেটবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে। দিনের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।
জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামের ইনডোর কোর্টে অনুষ্ঠিত সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৬৭–২০ পয়েন্টে স্বাগতিক যশোর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিকেলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৫৯–৫৭ পয়েন্টে হারায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে।
অপরদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় না আসায় ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার যশোর পর্ব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

