Type to search

যশোরে করোনায় আরও ৮ জনের মৃত্যু

যশোর

যশোরে করোনায় আরও ৮ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: যশোরে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এই ভাইরাসে ৮ জন মারা গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২২.৮৫ শতাংশ।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৭৯ জন, কেশবপুরে ৪ জন, ঝিকরগাছায় ৭ জন, অভয়নগরে ৪ জন, মনিরামপুরে ২ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ২ জন এবং চৌগাছা উপজেলায় ১৩ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ২২১ জন, সুস্থ হয়েছে ১৭ হাজার ৯শত ৯২ জন। করোনা পজিটিভ রোগী মারা গেছে ৪১৬ জন। যশোর হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।সূত্র,ডিবিসি নিউজ