আজ (০১/০৮/২০২২) ১২.৫০ টায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একদল সন্ত্রাসী যশোর পৌরসভার খড়কি এলাকায় অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে খড়কী মসজিদ মহল্লাস্থ ডাঃ শরিফুল আলম খান এর ফাঁকা প্লটের ইটের দেওয়ালের সামনে মুুজিব সড়ক নামক পাঁকা রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মোঃ রমজান শেখ (৩১), পিতাঃ ফায়েক শেখ, মাতাঃ রেখা বেগম, সাং- রেলগেট পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজত হতে (ক) ০১ টি দেশীয় ওয়ানশুটারগান উদ্ধার পূর্বক জব্দ করে। অনুসন্ধান করে জানা যায়, তার নামে যশোর কোতয়ালী মডেল থানায় ২৫ টি মামলা রুজু আছে, যার মধ্যে অস্ত্র মামলা ০৭ টি, বিস্ফোরক মামলা ০৫ টি, হত্যা মামলা ০১ টি, ডাকাতি মামলা ০১ টি, হত্যা চেষ্টা মামলা ০৪ টি, এছাড়াও মাদক সহ অন্যান্য ০৭ টি মামলা চলমান রয়েছে। ধৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯-অ ধারায় মামলা রুজু করা হয়েছে।
খবর :প্রেস বিজ্ঞপ্তির
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.