Type to search

যশোরে ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য আটক

যশোর

যশোরে ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য আটক

অপরাজেয় বাংলা ডেক্স :

যশোরে ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

এসময় আটক চোর ও উদ্ধারকৃত আলামত উপস্থিত করা হয়। আটককৃতরা হলেন- মো: রাজু ওরফে বড় রাজু(২১), রাজু মোল্লা ওরফে ছোট রাজু, মোঃ শাহাদাৎ, মোঃ আনারুল, মোঃ শাহিন, রবিউল ইসলাম গাজী, মোঃ সোহেল রানা, মো: সুমন হাওলাদার। এদের ভিতরে সুমন হাওলাদার ও রাজু মোল্লার বাড়ি খুলনা’তে, অন্য সবাই যশোর শহরের বিভিন্ন স্থানে বাড়ি।

আলামত হিসেবে ছিনতাইকৃত ইজিবাইক, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে নানা কৌশলে ইজিবাইক চুরি ও ছিনতাই করে আসছে একটি চক্র। সর্বশেষ গত ২রা নভেম্বর জেলার সদর থানার বাগডাঙ্গা গ্রামের নূর ইসলামের গ্যারেজ ভেঙ্গে ২টি ইজিবাইক চুরি হয়। তার দেয়া অভিযোগের ভিত্তিতে জোর তদন্ত শুরু করে ডিবি পুলিশ। একপর্যায়ে গতকাল বিভিন্ন সময়ে চোর চোক্রের ৮ সদস্যকে আটক ও তাদের চুরি করা ৮টি ইজিবাইক ও চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র, DBC বাংলা