স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর সদর উপজেলায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তল, ওয়ানশুটারগান ও পিস্তলের গুলিসহ সন্ত্রাসী মেহেদী হাসান সকিব(১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি যশোর সদর থানার মোবারক কাটির শহীদ মোড়লের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস টীম আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ভোর আনুমানিক পোনে একটায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মোবারক কাটি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান সাকিবকে আটক করে। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেখানো তথ্য অনুযায়ী আসামীর নিজের দোতলা বাড়ীর ছাদের কোনায় বিশেষভাবে লুকানো অবস্থায় বিদেশী ০১ টিপিস্তল, ০৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন ও দেশীয় তৈরি ১ টি ওয়ানশুটারগান উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীকে অস্ত্রসহ যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়েরের কাজ চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো: নাজমুল হক ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.