Type to search

যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ

অন্যান্য

যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ

যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছে।

এরমধ্যে সদর উপজেলায় ২০ জন, অভয়নগর ১০৫ জন, কেশবপুর উপজেলার ৪২ জন। এরমধ্যে কেশবপুরের ৪২ জনকে জামিন দিয়েছে আদালত। বাকিদের জামিন নাম মঞ্জুর করে জেলে প্রেরণ করেছেন। তবে এসব নেতাকর্মীদের মধ্যে সংসদ সদস্য বা বিশেষ কোনো ব্যক্তি নেই। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর আদালত পুলিশের অফিসার ইনচার্জ রোকসানা ।

তিনি বলেন, এপ্রিল-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নিপীড়নের নির্যাতনের মামলা হয় এসব আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। ৫ই আগস্টের পর পর এসব নেতা কর্মীরা আত্মগোপনে ছিল। রোববার সকালে এসব নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে অভয়নগরের ৪২ জন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আদালত জামিন দিয়েছে।