যশোর প্রতিনিয়তই অবনতি ঘটছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির। জেলা সদরে গত মাসে ২১ জন ছুরিকাঘাতের শিকার হন। মাত্র একদিনের ব্যবধানে নিহত হয়েছেন দুই জন। এছাড়া এক মাসে মোট ৫টি খুন ও পুলিশ লাইন এলাকায় দোকান ভেঙে তিনটি মোটরসাইকেল চুরি হয়।
এ পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। বলছেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় ও আধিপত্য বিস্তারসহ নানা কারণেই এ অবস্থার সৃষ্টি।
স্থানীয়রা ছিনতাই, কিশোর অপরাধ ও আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকান্ডের অভিযোগ করেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সব সময় নজর রাখা হচ্ছে।
এ পর্যন্ত ২৩ জনকে ২৩টি ছুরি ও আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ।