মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উদ্যোগে যশোর সদর উপজেলার রেল স্টেশন ও বেনাপোল এলাকায় অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যৌথভাবে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এর ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) যশোর রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ উপস্থিত থেকে আনুমানিক ২০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বিজিবির এ মানবিক উদ্যোগের জন্য স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করে
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.