বিশেষ প্রতিনিধি
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ৩১৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অন্যান্য জিনিসসহ মোট মূল্য প্রায় ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম মো. ওসমান গনি (৩০)। তিনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দীপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরণের পাচার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদন
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.