যশোরে প্রবাসীর অর্থ আত্মসাৎ: প্রেমের ফাঁদে ফেলে
বিয়েঃ জমি-গহনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
বিশেষ প্রতিনিধি
যশোরে এক প্রবাসীর প্রায় আট লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করে প্রতারণা করার অভিযোগে এক নারী ও তার মায়ের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে করেছেন প্রবাসী মোঃ সজীব হোসেন (২৪)। সজীব হোসেন শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে লেবাননে যান তিনি। প্রবাসে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জান্নাতুল নাহার মুনমুন (২৩)-এর সঙ্গে তার পরিচয় ঘটে।
অভিযোগে বলা হয়, মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) এ সম্পর্ক মেনে নিয়ে দেশে ফিরে তাদের বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। এক পর্যায়ে তারা স্বর্ণালংকার তৈরির অজুহাতে মানিগ্রামের মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে বলেন। পরে জমি কেনার প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলেন। প্রবাসী সজীব টাকা পাঠালে অভিযুক্তরা তা উত্তোলন করে নেয়।
দেশে ফেরার পর সজীব মুনমুনকে বিয়ের পরে জানতে পারেন,তার নামে জমি না কিনে মুনমুনের বড় বোন মিমের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মুনমুন সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হলে ৮ অক্টোবর সকালে গহনা ও জমির বিষয়ে কথা বলায় মুনমুন তার মায়ের বাড়িতে চলে যান।
সজীব হোসেনের অভিযোগ, উভয়ে তার প্রবাস জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে এবং এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। ঘটনাটি জানেন স্থানীয় বাসিন্দা ডলি ও আসাদুর রহমানসহ অনেকে।
অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার এস আই চঞ্চল কুমার বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
৭ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে
জাগপা’র স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি
৭ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিতের নেতৃত্বে প্রধান উপদেষ্টা বরাবর যশোর জেলা প্রশাসক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন
জাগপা যশোরের সহ-সভাপতি বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজীসহ জাগপা নেতা ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, সোহানুর রহমান সোহেল,রিজাউল হোসেন, সৌরভ বিশ্বাস, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান,শোহানুর ইসলাম শয়ন, বাবলু হোসেন, রিফাত শেখ, মতিউর রহমান মতি, রাজু মোল্লা, কালু হোসেন প্রমুখ।#
যশোর বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি
বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকাল ১১টায় যশোর জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বধির ও শ্রবণপ্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার বধির জনগোষ্ঠীর পুনর্বাসন, আর্থ-সামাজিক উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তাই তাদের স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে ,সংগঠনের জন্য সরকারি জমিতে নিজস্ব কার্যালয় স্থাপন,দরিদ্র বধির সদস্যদের জন্য কর্মসংস্থান, আর্থিক সহায়তা ও আবাসন প্রদান,সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ,ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সহায়তা, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ,
গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা,ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে সুদমুক্ত ঋণ প্রদান,
এবংজাতীয় বধির ঐক্য পরিষদের ১৫ দফা দাবিতে আসন্ন ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়।#
যশোর চৌগাছায় গর্ভবতী নারীকে মারধর,
গর্ভপাত ও নবজাতকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি
যশোরের চৌগাছায় গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত হয়ে ৭ মাস বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্নি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় কাকলী (১৬) কে তার স্বামী রানা (১৯) প্রায় দুই সপ্তাহ আগে মারধর করেন। এসময় তার শাশুড়ি রেহেনা দুই দিন ধরে তাকে না খাইয়ে রাখেন বলে অভিযোগ। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তার পেটে তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই রাত সাড়ে দশটার দিকে তিনি ৭ মাস বয়সী মৃত নবজাতকের জন্ম দেন।
আজ রোববার সকালে কাকলী ও তার পরিবার নবজাতকের মৃতদেহসহ চৌগাছা থানায় নিয়ে এসে অভিযোগ করেন।
এ ঘটনায় চৌগাছা থানার এসআই (নিঃ) সলিমুল হক তদন্ত করেছেন। প্রাথমিকভাবে স্বামী রানা (১৯) ও শাশুড়ি রেহেনা (৩৫) কে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চৌগাছা থানার ওসি জানান, আনোয়ার হোসেন, বলেছেন “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে
এনে কেটে বিক্রি: মূল হোতা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
ঢাকা থেকে চুরি করা একটি ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক কাটা চক্রের মূল হোতা মাসুদ আলম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি যশোর।
ঘটনাটি ঘটে শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার বকচর এলাকায় শাহজাদা মোটরস নামে পুরাতন মোটর পার্টসের মাঠে।
ডিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা যশোর ডিবির সহযোগিতা কামনা করেন। মামলাটিতে চুরি হওয়া ট্রাকটির (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১১-৭৪৭২) অবস্থান যশোরে থাকার তথ্য পাওয়া যায়।
পরে ডিবি যশোরের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া নেতৃত্বে ও এসআই অলক কুমারদের সমন্বয়ে একটি চৌকস টিম পুলিশি কৌশল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাদা মোটরসের মাঠ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি জব্দ করে এবং মাসুদ আলমকে গ্রেপ্তার করেন।
জিজ্ঞাসাবাদে মাসুদ আলম স্বীকার করেন যে, ট্রাকটির সামনের কেবিন অংশ শহরের মুড়লী মোড়স্থ আমিনের গ্যারেজে রাখা আছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কেবিন অংশটিও উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মাসুদ আলমের বাড়ি যশোরের পূর্ব বারান্দী পাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পুরাতন গাড়ির যন্ত্রাংশ ব্যবসার আড়ালে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরে উদ্ধারকৃত ট্রাক ও গ্রেপ্তার আসামিকে জেলা ডিবি (দক্ষিণ) ঢাকা শাখার কাছে হস্তান্তর করা হয়।
ডিবি যশোরের কর্মকর্তারা জানিয়েছেন, চোরাই যানবাহন উদ্ধার ও সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোরের চৌগাছায় স্বামী-স্ত্রীর আত্মহত্যার
চেষ্টা: স্ত্রী মারা গেছে, স্বামী মূর্মু ষ
বিশেষ প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঠবিলা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী আত্মহত্যা করেছেন এবং স্বামী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
শনিবার (১১ অক্টোবর) রাতের কোনো এক সময় বাবুল হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত লিমা খাতুন (১৭) ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ও বাবুল হোসেনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার জেরে লিমা খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানতে পেরে তার স্বামী আকাশ (১৮) নিজ বাড়িতে ঘাসপোড়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিষয়ে চৌগাছা থানার এসআই (নিঃ) হোসেন পাটোয়ারী ঘটনার বিষয়টি স্বীকার করে বলেছেন এ বিষয়ে এখন তদন্ত চলছে।
যশোরে টাইফয়েড টিকাদান
ক্যাম্পেইন-এর শুভ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি
সারা দেশের মতো যশোরেও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন । রোববার (১২ অক্টোবর) সকালে যশোর কালেক্টরেট স্কুলের অডিটোরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন যশোর ডা. মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সিভিল সার্জন ডা. মাসুদ রানা দড়াটানা মাদ্রাসা, বাদশা ফয়সল স্কুলসহ জেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,ডেপুটি সিভিল সার্জন ডা.মো.নাজমুস সাদিক ডা.মো.রেহেনেওয়াজ,মেডিকেল অফিসার; এবং ডা.সামিনা পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত কার্যকর ও নিরাপদ। তারা জানান, টাইফয়েড টিকা সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত এবং ইসলাম ধর্মে টিকা গ্রহণ সম্পূর্ণভাবে বৈধ (জায়েজ)। অন্যান্য ধর্মেও এর বিরুদ্ধে কোনো নিষেধ নেই।
বক্তারা আরও বলেন,“রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অধিক বুদ্ধিদীপ্ত ও কল্যাণকর।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার সব টিকাকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শিশুদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ টাইফয়েডের ভয়াবহতা থেকে মুক্ত হবে।
যশোরে সাবেক এমপি ও ভাষাসৈনিক এ্যাডভোকেট আফসার আহম্মদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ভাইস চেয়ারম্যান, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এ্যাডভোকেট আফসার আহম্মদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। স্মরণসভায় বক্তারা এ্যাডভোকেট আফসার আহম্মদ সিদ্দিকীর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা এবং ভাষা আন্দোলনের বীর সেনানী।
বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সভা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।#
যশোরের মণিরামপুরে গলায়
ফাঁস, দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় সুকলাল বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো একসময় উপজেলার কুচলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ শারীরিক জ্বালা-যন্ত্রণাজনিত সমস্যায় ভুগছিলেন সুকলাল বিশ্বাস। সকাল ৯টার দিকে তিনি বাইরে থেকে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী তাকে বাড়িতে না দেখে খুঁজতে গিয়ে দেখেন,বাড়ির সামনে পুরাতন ঘরের বাঁশের আড়ায় নেটের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন সুকলাল বিশ্বাস।
স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রশি কেটে নামায়, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে হাসপাতাল মর্গে মরদেহ পাঠিয়েছেন।#
ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ
আন্দোলনের আহ্বান সিপিবির
বিশেষ প্রতিনিধি
ফ্যাসিবাদ,দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি।
রোববার (১২ অক্টোবর) বিকেলে জেলা কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার হরণ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক-কৃষকের উপর নিপীড়ন এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান আজ গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদবিরোধী সরকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য কমরেড এস. এ.রশিদ।
সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনু।
বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, এডভোকেট আমিনুর রহমান হিরু, মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম ও স্বপন মণ্ডল।
সভায় আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।#
যশোরে গাঁজা উদ্ধার
৩ জনের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে শহরের গরীবশাহ মাজার ও ঢাকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নাসিম (৪০), হাসান শেখ (৩৬) ও শাহীন শেখ (৩৮) কে আটক করা হয়। প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈমুর রহমান নাঈম, সোহাইব হাসান আকন্দ ও মাকামে মাহমুদা মীম এর পরিচালিত মোবাইল কোর্টে যথাক্রমে ২১ দিন, ১০ দিন ও ২ দিনের কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করে তাদের কারাগারে পাঠানো হয়।#
যবিপ্রবিতে পর্দা উঠলো ‘এআই
এস স্পোর্টস কার্নিভাল ২০২৫’
বিশেষ প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে ও এআইএস ক্লাবের সহযোগিতায় খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে শুরু হয়েছে “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫”।
রবিবার (১২ অক্টোবর) সকালে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
চারটি দল ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স ও অডিট অ্যাভেঞ্জারস খেলোয়াড় নিলামে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, লুডু, পেনাল্টি শুটসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।#
সাংবাদিক রাজেক জাহাঙ্গীরের
পিতার মৃত্যুতে জেইউজের শোক
প্রেসবিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজের) সিনিয়র সদস্য ও দৈনিক লোকসমাজের সাবেক বার্তা সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীরের পিতা সেখ আব্দুল গনি'র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।#
শার্শার দূর্গাপুর গ্রামের লিটন হত্যা মামলায়
আত্মসমর্পণকারী ৯ আসামি কারাগারে
বিশেষ প্রতিনিধি
শার্শার দূর্গাপুর গ্রামের লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শার্শার দূর্গাপুর গ্রামের বাকা বাসুতুল্লাহর ছেলে গোলাম মোস্তফা, আলমগীরের ছেলে শামিম মিয়া, প্রবল মিয়া, মহসিন মিয়ার ছেলে রিপন হোসেন, আব্দুল আজিজের ছেলে হানিফ, আদম আলীর ছেলে আনার মিয়া, ছবেদ আলীল ছেলে আহম্মদ আলী, আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলমগীরের ছেলে আলী আজম জুয়েল।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ রাতে লিটন হোসেন গ্রামের চেয়ারম্যানের মোড়ে চায়ের দোকানে বসে ছিলো। রাত সাড়ে ৮ টার দিকে আসামিরা এসে পূর্বশত্রুতার জের ধরে লিটনকে গালিগালাজ শুরু করে। লিটন প্রতিবাদ করায় আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা আজগর আলী বাদী হয়ে ১৬ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ওই ৯ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ায় গতকাল তারা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। #
জুলাই সনদ, পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫দফা দাবিতে জেলা প্রশাসকে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা জামায়ত
বিশেষ প্রতিনিধি
জামায়াতে ইসলামী ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
গতকাল রোববার দুপুরে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভা শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জুলাই সনদ বাস্তবায়নই হলো জাতির মুক্তির একমাত্র পথ। ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়। জনগণের অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ সরকার নির্ধারণ করবে এটাই আমাদের লক্ষ্য।
পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক,জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম,আবুল হাশিম রেজা ও অফিস সেক্রেটারি নুর ই আলা নুর মামুন প্রমুখ।
পথসভায় বক্তারা আরও বলেন, দেশের জনগণ স্বাধীনতা, ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ। গণ আন্দোলনের অর্জনকে টিকিয়ে রাখতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। #
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের
সাত দিনের রিমান্ডের আবেদন করেছে দুদক
বিশেষ প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এ রিমান্ডের আবেদন করেছেন। সিনিয়র স্পেশাল জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।
মামলার অভিযোগে জানা গেছে, বেনাপোল কাস্টমস হাউসে দুদকের অভিযানের সময় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। এ সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ টাকা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত। গতকাল মামলার তদন্তের সার্থে তদন্তকারী কর্মকর্তা আটক দুই জনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্যের আদেশ দিয়েছেন। #
সম্পাদনায়
মোকাদ্দেছুর রহমান রকি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.