
যশোরের শার্শা সীমান্তে ৪ কেজি ওজনের সোনার বারসহ গ্রেফতার
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার শার্শা সীমান্ত থেকে ৪কেজি ওজনের ৩৫ টি সোনারবারসহ ইয়াকুব আলী ব্যাকা (৩২( ও আতিয়ার রহমান(৪৫)কে গ্রেফতার করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ ( বিজিবি)
গ্রেফতারকৃত ইয়াকুব উক্ত থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ও আতিয়ার রহমান
গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল রুদ্রপুর সীমান্তের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়েএকটি প্রিমিও প্রাইভেট কারসহ সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। পরে গাড়িটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৪ কেজি, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
তিনি আরও বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.