যশোরের বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর :
যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যদের পৃথক দুটি অভিযানে ৩০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা সহ তৈমুর মোড়ল মামুন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ০৭ জুলাই বৃহস্পতিবার আটক করেছে। আটক মামুন শার্শা থানার কাশিপুর বাজারপাড়ার জুলফিকারের ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম একটা টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত আসামীরা দৌড়ে পালিয়ে যায়।উদ্ধারকৃত মালামালের মূল্য ১৫ লক্ষ টাকা। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অপরদিকে, ডিবি যশোরের এসআই আমিরুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে শার্শা থানার কাশিপুর বাজারপাড়া এলাকা থেকে ৬৫০ গ্রাম গাঁজা সহ মামুনকে আটক করে। উদ্ধারকৃত আলামতের মূল্য ১৯ হাজার ৫শ” টাকা। জেলা পুলিশের তথ্য মতে, এ সংক্রান্তে এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।