যশোরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রলয়কুমার জোয়ার্দারকে; যিনি নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয়কুমার দাস। একই প্রজ্ঞাপনে শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীমকে নরসিংদীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।
মুহাম্মদ আশরাফ হোসেন দুই বছরের কিছু সময় কম যশোরে দায়িত্ব পালন করলেন। তার বদলির বিষয়ে জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের কেউ মন্তব্য করতে চাননি। সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.