যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও সদস্য নির্বাচিত হলেন যারা

যশোরের শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। ইভিএমের মাধ্যমে ভোট দেন জনপ্রতিনিধি ভোটাররা। যশোর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে দুপুরের পরপরই ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৯৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ হাসান কাজল আনারস প্রতীকে ৩৪৪ ভোট পেয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনের
(১ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে শার্শা উপজেলায় সালেহ আহমেদ মিন্টু তালা প্রতিকে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঝিকরগাছায় (২ নং ওয়ার্ড) রফিকুল ইসলাম বাপ্পী ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
(৩ নং ওয়ার্ড) চৌগাছায় সদস্য পদে তৌহিদুর রহমান হাতি মার্কায় ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
(৪ নং ওয়ার্ড) অভয়নগরে বিজয়ী হয়েছেন আব্দুর রউফ মোল্লা।
(৫ নং ওয়ার্ড) বাঘারপাড়ায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা।
(৬ নং ওয়ার্ড) যশোর সদরে সদস্য পদে বিজয়ী হয়েছেন শ্রমিক লীগ নেতা জবেদ আলী।
(৭ নং ওয়ার্ড) মণিরামপুরে সদস্য পদে বিজয়ী হয়েছেন গৌতম চক্রবর্তী।
(৮ নং ওয়ার্ড) কেশবপুরে সদস্য পদে বিজয়ী হয়েছেন আজিজুল ইসলাম।