যবিপ্রবি প্রতিনিধিঃ সাজ্জাদ ফয়সালঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ২৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখ ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের ও নড়াইলের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা পজিটিভ এবং ১৬৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে উক্ত জেলারগুলোর সিভিল সার্জন অফিস কর্তৃক প্রকাশিত হবে। তথ্যসূত্র-ড. তানভীর ইসলাম, পরীক্ষণ দলের সদস্য ও সহযোগী অধ্যাপক, অণুজীববিজ্ঞান বিভাগ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.