Type to search

ময়মনসিংহে মাদকাসক্ত শনাক্ত করতে ডোপ টেস্ট শুরু

জেলার সংবাদ

ময়মনসিংহে মাদকাসক্ত শনাক্ত করতে ডোপ টেস্ট শুরু

অপরাজেয় বাংলা ডেক্স
মাদকাসক্ত শনাক্ত করতে ময়মনসিংহে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ডোপ টেস্ট কার্যক্রম। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পুলিশ ও র‌্যাবের সহায়তায় ডোপ টেস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রবিবার বিকেলে জয়নুল পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হাফিজুর রহমান জানান, জয়নুল আবেদিন পার্কে প্রথম দিনে ২৭ জনের ডোপ টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ৪জন পজিটিভ হয়। ১৫ দিনের সময় দিয়ে শনাক্তকৃতদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।সূত্র, DBC বাংলা