Type to search

মৈত্রী ভলান্টিয়ার্স এর মধ্যবিত্তদের সহায়তার জন্য  মৈত্রী হাট চালু 

যশোর

মৈত্রী ভলান্টিয়ার্স এর মধ্যবিত্তদের সহায়তার জন্য  মৈত্রী হাট চালু 

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
মৈত্রী ভলান্টিয়ার্স মধ্যবিত্তদের সহায়তার জন্য  মৈত্রী হাট কার্যক্রম আজ ০৯ আগষ্ট শুরু করলো। সকাল ১০ টায় যশোর ইনিস্টিটিউটে খাদ্য পণ্য বিক্রয়ের পূর্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক এ্যঃ মাহমুদ হাসান বুলু।  তিনি বলেন আমরা বিনা মূল্যে থলে দিতে পারতাম। সেটা দান হোত। আপনারা দেড় শত টাকা দিচ্ছেন মানে , আপনারা ক্রয় করছেন। আমরা সেটাই চেয়েছি।
এই কর্যক্রমে আর্থিক সহায়তা যারা করেছেন, তাদের প্রধান অংশ ছাত্র মৈত্রী করতেন। সকলের জন্য খাদ্য কাজের শ্লোগান দিতেন। আজও ঐ শ্লোগানে বিশ্বাসী। আমরা তারা সহ সকল সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞ।
যশোর ইনিস্টিটিউটকে ব্যবহার করতে দেওয়ায় ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার আবুল কালাম আজাদ লিটু সহ ইনিস্টিটিউট কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন সকলের সহযোগিতা পেলে মানুষের পাশে আরো দাঁড়াব।
ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু মৈত্রী ভলান্টিয়ার্সকে ধন্যবাদ জানান করোনা কালিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি আরো বলেন ইনিস্টিটিউট যশোর আজ ধন্য, মৈত্রী ভলান্টিয়ার্সের মৈত্রী হাট এর কাজের সাথে আমাদের যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায়।
এ সময় উপস্থিত ছিলেন মৈত্রী ভলান্টিয়ার্সের সদস্য সচিব মামুনুর রশিদ, জিল্লুর রহমান ভিটু, শহিদুল হক বাদল, শাহিন ইকবাল, মুস্তাক হোসেন শিম্বা, তরিকুল ইসলাম তারু, যোগেশ দত্ত,  তৌহিদ জামান, সরোয়ার হোসেন,মনিরুল ইসলাম,  দিপঙ্কর বিশ্বাস, গোলাম ফারুক লিটন, হাফিজুর রহমান রহমান বাবলু, দিপু কামাল, মন্জুরুল আলম, মনিরুল আলম, শতাব্দি, টুম্পা প্রমুখ।