শোক সংবাদ
নড়াইল প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা নড়াইল সিটি কলেজের সহকারী অধ্যাপক ও সঙ্গীতজ্ঞ শরীফ
মশিউর রহমান মিরু (৬৮) ইন্তেকাল করেছেন। রোববার (৭মে) শহরের কুরিগ্রামস্থ
নিজ বাড়িতে মারা যান। দুপুরে রূপগঞ্জ জামে মসজিদের সামনে তার জানাজা এবং
রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তাকে গ্রামের বাড়ি সদরের ভবানিপুর
গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন মস্তিষ্কে
টিউমারসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দু’কন্যা,
ভাই-বোন, ছাত্রছাত্রীসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
প্রসঙ্গত, তিনি নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রাণপুরুষ, নড়াইল সরগম
সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং একজন শাস্ত্রীয় সংগীত শিল্পী ছিলেন।
তার মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর
শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.