
অনলাইন ডেক্স
যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বক্তব্য দেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদকের নজরুল ইসলাম মল্লিক প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে আরো অংশ নেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা ন্ডলী, সকল উপজেলা ইউনিট নেতৃবৃন্দ । এছাড়া দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরাম আরো অনেক নেতৃবৃন্দ এ প্রতিবাদ ও মামলা প্রত্যাহার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ দৃঢ়কন্ঠে বলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি একজন প্রতিবাদী এবং পরীক্ষিত সাংবাদিক। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এনে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড হয়েছে। এছাড়া শার্শা থানার অতি উৎসাহী ওসি কোনো তদন্ত ছাড়ায় মামলাটি রেকর্ড করে সাংবাদিক মনিকে আটক করে আদালতে পাঠিয়েছে। আগামি এক সপ্তাহের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনিরুল ইসলাম মনির কে নিঃস্বার্থ মুক্তি দেয়া না হলে আরো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। একই সাথে শার্শা থানার ওসির অবিলম্বে প্রত্যাহার দাবি করা হয়।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেয়া হয় সাংবাদিকদের বিরুদ্ধে অকারনে তদন্ত ছাড়াই মিথ্যা মামলা রেকর্ড করলে এর চরম মূল্য দিতে হবে পুলিশকে। সাংবাদিকরা আজ রাস্তায়, কোন অন্যায় মেনে নেবে না। পুলিশ সুপারকে উদ্দেশ্য করে নেতৃবৃন্দ বলেন সাংবাদিক মনিরকে দ্রুত মুক্তি দেয়ার কার্যকরী ব্যবস্থা নিতে হবে। নইলে যশোরের সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।